আনিসের বাড়িতে বাদশা-রাহুল

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আনিসের বাড়িতে বাদশা-রাহুল

 নিজস্ব সংবাদদাতাঃ আনিস খানের রহস্যমৃত্যুতে ফের সিটের জেরার মুখে আমতার পুলিশ কর্মীরা। এদিকে, এদিন আনিস খানের বাড়িতে যান বাদশা মৈত্র, রাহুল বন্দ্যোপাধ্যায়রা। আনিসের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তাঁরা।