/anm-bengali/media/post_banners/3JQtkq4A8YVIuB0FjLYM.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ‘আনিস খানের খুনে মামলায় পুলিশের ২ জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে। কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। পুলিশকে পুলিশের কাজ করতে দিন। কলকাতায় বারবার বিক্ষোভ দেখানো হচ্ছে, এগুলো বন্ধ হোক। রাজ্য সরকারকে দুর্বল ভাববেন না’, নবান্ন থেকে বার্তা মুখ্যমন্ত্রীর। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সঙ্গে পুলিশ-যোগের প্রমাণ মিলেছে। আরও চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমতার ঘটনার সঙ্গে কোন পুলিশের কী ভূমিকা, মিলেছে তথ্য'।
সাংবাদিক বৈঠকে ডিজিপি মনোজ মালব্য জানিয়েছেন, ‘আনিস খুনে রাজ্য পুলিশ সিট গঠন করেছে। নিরপেক্ষ তদন্ত হয়েছে। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য গ্রেফতার। সিটকে কাজে বাধা দেওয়া হচ্ছে। কিছু রাজনৈতিক দল সিটের কাজে বাধা দিচ্ছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আনিস খানের দেহের ফের ময়নাতদন্তের জন্য সিটের আবেদন। আগেই তিনজন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। ১৫ দিনের সত্য সামনে নিয়ে আসবে পুলিশ। পুলিশের সঙ্গে সহযোগিতা করুন’, আবেদন ডিজিপি-র।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us