New Update
/anm-bengali/media/post_banners/vKAaXua3zcncfkEPjVIL.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভারতীয় ক্রিকেট দলের কেএল রাহুল, ঋষভ পন্থ এবং বুমরাহ-কে নিয়ে এবারে রোহিত শর্মা বলেন, তাঁদের নাকি দলের ভিতর অধিনায়কের মতো লাগে। শেষ সপ্তাহে চেতন শর্মা রোহিত শর্মা-কে তৈরি করতে চান দলের পরবর্তীকালের নেতা হিসাবে। তাই এই প্রসঙ্গে রোহিত শর্মা বলেন, “আমার সেই দক্ষতা নেই দলের প্রত্যেককে এক এক করে কিছু বলার। তাঁরা প্রত্যেকেই পরিণত। যখন কারোর কিছু গাইডেন্সের দরকার হবে আমি সেই গাইডটা করতে পারলেই খুশি হব। আমরা প্রত্যেকেই একই পর্যায়ে আছি। কেউ না কেউ কারোর কাছে থেকে তৈরি হয়েই এসেছি।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us