New Update
/anm-bengali/media/post_banners/VrJLCClMIuT97L44CT9R.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভোটে দাঁড়িয়েছেন নির্দল প্রার্থী হিসাবে। তবে প্রচারে নেমে নিজেকে তৃণমূলের বলেই দাবি করছেন তমলুক পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী ভানুপদ সাহা। এই ওয়ার্ডের ৩ বারের কাউন্সিলর ছিলেন তিনি। তৃণমূলের হয়েই এর আগে ভোট যুদ্ধে নেমেছিলেন তিনি। তবে আসন্ন পুরসভা ভোটে তৃণমূলের তরফে টিকিট পাননি তিনি। এরপরেই নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়াই করার সিদ্ধান্ত নেন তিনি। যার দরুন তৃণমূল থেকে বহিষ্কৃতও করা হয়েছে তাকে। তবে প্রচারে নেমে নিজেকে তৃণমূলের বলে প্রচার করতে দেখা যায় তাকে। তবে তিনি জানিয়েছেন, দীর্ঘদিনের অভ্যাস বসত ভুল হয়ে যাচ্ছে তার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us