নিজস্ব সংবাদদাতাঃ হস্টেল খোলা-সহ একাধিক দাবিতে বিশ্বভারতীতে ধুন্ধুমার। এদিন সেন্ট্রাল অফিসের সামনে বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ। এরপর তারের বেড়া টপকে তাঁরা উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর দফতরের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।সেখানে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান তাঁরা। এরপর ছাত্র পরিচালন দফতরের সামনেও বিক্ষোভ দেখান আন্দোলনকারী পড়ুয়ারা। বিশ্বভারতী কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।