New Update
/anm-bengali/media/post_banners/aMlyJTVN8kcFf0QAw0RQ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শ্রীলঙ্কা সফরে ব্যাটিং বিভাগ থেকে দুই মহারথীকে হারিয়েছে ভারত। তাঁরা হলেন দীপক চাহার ও সূর্যকুমার যাদব। তবে এবারে বোলিং বিভাগে থাকতে চলেছেন, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সিরাজ, আবেশ খান ও হর্ষ পটেল। আর কোনো পেসারকে আলাদা করে দলে নেওয়া হবে না বলেই জানা গিয়েছে। জৈবদুর্গের কারণে কঠোর নিয়ম মানছে দল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us