মুসলিমরা সমাজবাদী পার্টিকে নিয়ে খুশি নয়: মায়াবতী

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মুসলিমরা সমাজবাদী পার্টিকে নিয়ে খুশি নয়: মায়াবতী

নিজস্ব সংবাদদাতাঃ বুধবার উত্তরপ্রদেশে চতুর্থ দফার ভোট শুরু হয়েছে। এদিন ভোট দিলেন বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী। এদিন ভোট দিয়ে তিনি বলেন, 'মুসলিমরা সমাজবাদী পার্টিকে নিয়ে খুশি নয়। তারা তাদের ভোট দেবে না। উত্তরপ্রদেশের মানুষ ভোটের আগেই সপা-কে প্রত্যাখ্যান করেছে কারণ সপা-কে ভোট দেওয়া মানে গুন্ডা রাজ, মাফিয়া রাজ। সপা সরকারে দাঙ্গা হয়েছে। সপা নেতাদের মুখই বলে দিচ্ছে, তাঁরা ক্ষমতায় আসছেন না।'