বৃহস্পতিবার থেকে বৃষ্টি!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বৃহস্পতিবার থেকে বৃষ্টি!

নিজস্ব সংবাদদাতাঃ আগামী দু’দিন রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার বৃষ্টি হবে পশ্চিমের জেলাগুলিতে। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান ও নদিয়াতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার সকাল থেকে কলকাতা কুয়াশাচ্ছন্ন। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বৃহস্পতি ও শুক্রবার রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি মেদিনীপুরে। বৃষ্টির ফলে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।