New Update
/anm-bengali/media/post_banners/SW13z0Fca9BhgX35SMSO.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার মেঘালয়ে বড় ঘোষণা করল তৃণমূল। মঙ্গলবার মেঘালয়ে রাজ্য কমিটি ঘোষণা করা হল তৃণমূলের তরফ থেকে। জানা গিয়েছে, ১১ জন বিশিষ্ট নেতাকে নিয়ে রাজ্য কমিটি তৈরি হয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। মেঘালয়ে তৃণমূল কংগ্রেসের সভাপতি করা হয়েছে চার্লস পিনগ্রোপে। সেইসঙ্গে সহ-সভাপতি হয়েছেন ৬ জন। সহ সভাপতি হয়েছেন জেমস এস ইংদোহ, জেনিথ এম সাংমা, শিটলাং পালে, মারথন এম সাংমা, এইচ এম শাংপিলাং,জর্জ বি ইংদোহ। দেখে নিন বাকি তালিকা...
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us