New Update
/anm-bengali/media/post_banners/79hajGzbu8VlPpznojda.jpg)
রাহুল পাসোয়ান-আসানসোল জেলা হাসপাতালে মিলছেনা ওষুধ। গত কয়েকদিন ধরেই ওষুধের কমতি পড়েছে। সাধারণ প্যারাসিটামল কিংবা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রেও ওষুধের কমতি দেখা যাচ্ছে। আসানসোল জেলা হাসপাতালে লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করার পরেও সব ওষুধ পাচ্ছেন না রোগীরা। বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। এমনটাই জানাচ্ছেন রোগীর পরিবারের সদস্যরা।
​
বিষয়টি মেনে নিয়েছেন পশ্চিম বর্ধমান মুখ্য স্বাস্থ্য আধিকারিক মহম্মদ ইউনুস, তিনি জানিয়েছেন যে ভেন্ডার এর সঙ্গে এতদিন কাজ হত ওষুধের তার সঙ্গে বর্তমানে কাজ হচ্ছে না ফলে নতুন টেন্ডার এর জন্য দেরি হচ্ছে। আপাতত হাসপাতাল নিজের ওষুধ কিনে অভাব মেটানোর চেষ্টা করছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us