দিগবিজয় মাহালী, ডেবরাঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা ৫/১ অঞ্চল VP এবং CV ইউনিটের উদ্যোগ ও ব্যাবস্থাপনায় ডেবরা হরিমতী হাইস্কুলে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরের উদ্ধোধন করেন ডেবরা এস ডি পি ও গোবিন্দ সিকদার। সঙ্গে ছিলেন ডেবরা থানার ওসি প্রনব পাত্র, ডেবরা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিবেকানন্দ মুখার্জী, অঞ্চল প্রধান রেখা হুই সহ অন্যান্যরা । এদিন ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্ল্যাড ব্যাংকের সহযোগিতায় ভিপি, সিভিক ভলেন্টিয়ারের পাশাপাশি সাধারন মানুষও রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন।