সংসদ রত্ন পুরস্কার পাচ্ছেন সৌগত রায়, তালিকায় আর কারা রয়েছেন?

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সংসদ রত্ন পুরস্কার পাচ্ছেন সৌগত রায়, তালিকায় আর কারা রয়েছেন?

নিজস্ব সংবাদদাতা : সাংসদদের পারফর্ম্যান্সের ভিত্তিতে সেরার সেরাদের সম্মানিত করতে সংসদ রত্ন আওয়ার্ডের উদ্যোগ ঘটিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত এপিজে আবদুল কালাম। ২০২২-এর ২৬ ফেব্রুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ১২তম সংসদ রত্ন আওয়ার্ডের অনুষ্ঠান। মোট ১১ জন সাংসদকে এই সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছে প্রাইম পয়েন্ট ফাউন্ডেশন। এর মধ্যে লোকসভার সাংসদ আটজন এবং রাজ্যসভার সাংসদ তিনজন। এ বছর ১৭তম লোকসভায় সেরা পারফরম্যান্সের জন্য সংসদ রত্ন পুরস্কার পাবেন পুরস্কার পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় (পশ্চিমবঙ্গ), কংগ্রেস সাংসদ কুলদীপ রাই শর্মা (আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ), এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সাংসদ বিদ্যুৎ বরণ মাহাতো (ঝাড়খণ্ড), হিনা বিজয়কুমার গাবিত (মহারাষ্ট্র) এবং সুধীর গুপ্তা (মধ্যপ্রদেশ)। পাশাপাশি, জুরি কমিটি তামিলনাড়ুর সিনিয়র বিজেপি নেতা এইচ ভি হান্ডে এবং কংগ্রেসের প্রবীণ এম বীরাপ্পা মইলিকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারের জন্য মনোনীত করেছে, যখন তাদের অবদানের জন্য পুরস্কৃত করা হবে চারটি সংসদীয় স্থায়ী কমিটি(কৃষি, অর্থ, শিক্ষা এবং শ্রম)র তরফে। উচ্চকক্ষ রাজ্যসভায় সিটিং মেম্বার ক্যটাগরিতে পুরস্কৃত করা হবে বিজু জনতা দলের (বিজেডি) সাংসদ অমর পট্টনায়েক (ওড়িশা) এবং এনসিপি সাংসদ ফৌজিয়া তাহসিন আহমেদ খান (মহারাষ্ট্র)কে। জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি)-র এমপি সুলে, বিপ্লবী সমাজতান্ত্রিক দল (আরএসপি)-র এমপি এন কে প্রেমচন্দ্রন এবং শিবসেনা সাংসদ শ্রীরঙ্গ আপা বার্নে তাদের অবিচ্ছিন্ন অসামান্য পারফরম্যান্সের জন্য 'সংসদ বিশেষ রত্ন' পুরস্কারে ভূষিত হতে চলেছেন বলে জানা গিয়েছে।