New Update
/anm-bengali/media/post_banners/JqSQ1hhuCNBu3mOlIhEM.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দুবছর আগেই লিয়েন্ডার পেজ নিজের জীবনের শেষ ম্যাচ খেলেছেন। তারপর থেকে আর তাঁকে কোর্টে দেখা যায় না। বর্তমানে তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তবে তিনি নাকি রাজনীতির থেকে খেলাতে বেশী সম্মান পেয়েছেন। তিনি এই প্রসঙ্গে বলেন, “৩১ বছর দেশের হয়ে টেনিস সার্কিটে খেলেছি। এখন রাজনীতিও দারুণ উপভোগ করলেও খেলার দিনগুলোই আমার কাছে বিশেষ সম্মানের। ডেভিস কাপে ডাবলসে সবচেয়ে বেশি ম্যাচে জেতা, সাতটি অলিম্পিক্সে খেলা-এগুলো বিশেষ সম্মানের।’’
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us