৫ বছরের জেল লালু প্রসাদের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
৫  বছরের জেল লালু প্রসাদের

নিজস্ব সংবাদদাতাঃ  এবার পশুখাদ্য কেলেঙ্কারির পঞ্চম মামলায় শাস্তি ঘোষণা করল আদালত।  সোমবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে ৫ বছরের কারাদণ্ড ও ৬০ লাখ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন বিচারক।   রাঁচির সিবিআইয়ের বিশেষ আদালতে এই সাজা ঘোষণা হয়।