/anm-bengali/media/post_banners/gK200eTDnryvGc0YUgi8.jpg)
নিজস্ব সংবাদদাতা : রাজ্যের বেশ কিছু ব্লকে কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্র নেই এখনও। তবে, সেই প্রয়োজনীয়তা অনুভব করে আরও ১৪৫টি কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্র নির্মাণে উদ্যোগ নিয়েছে রাজ্য, যার কাজ শুরু হবে মার্চেই। বর্তমানে রাজ্যে প্রায় ১ হাজার ৮৪৫টি কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্র রয়েছে। কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্রগুলির দ্বারা বিশেষভাবে উপকৃত হবেন কৃষকরা। একদিকে তারা যেমন, কৃষি বিষয়ক তথ্য জানতে পারবেন, অন্যদিকে দ্রুত কৃষিকাজ সম্পন্ন করার যন্ত্রও মিলবে তাদের।নতুন এই কেন্দ্রগুলি তৈরি হয়ে গেলে রাজ্যে মোট ১ হাজার ৯০০ কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্র কাজ করা শুরু করবে। কৃষি দফতর সূত্রে খবর, কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্রগুলি নির্মানের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ১২০ কোটি টাকা।তিটি কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্র তৈরি গড়তে খরচ করা হয়েছে প্রায় আড়াই কোটি টাকা। এগুলি তৈরির জন্য রাজ্য সরকারকে দিতে হয় মোট খরচের ৪০ শতাংশ দিতে হয়। আর্থিক পরিমাণ এক কোটি টাকার অনুদান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us