নিজস্ব সংবাদদাতাঃ শিয়ালদহ স্টেশন পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো চালানোর প্রস্তুতি সম্পূর্ণ। আপাতত স্টেশনের একটি প্ল্যাটফর্ম ব্যবহার করেই পরিষেবা শুরু হবে বলে জানিয়েছে মেট্রো। তবে শিয়ালদহ উত্তর এবং মেন শাখা থেকে আসা যাত্রীদের মেট্রো ধরতে স্টেশনে মসৃণভাবে পৌঁছে দেওয়ার পথ প্রস্তুত হয়নি। কিন্তু যাত্রীদের কথা ভেবে স্টেশনের পুরনো সাবওয়ের সঙ্গে মেট্রোর সাবওয়ের সংযুক্তিকরণ-এর কাজ ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে। করোনা পরিস্থিতিতে শ্রমিকের অভাবে ওই কাজ বাধা পেয়েছিল। সূত্রের খবর, ১৫ মার্চ স্টেশন পরিদর্শনে আসার কথা ‘কমিশনার অব রেলওয়ে সেফটি’র। তার আগেই কাজ সম্পূর্ণ করার চেষ্টা চালাচ্ছেন মেট্রো কর্তৃপক্ষ।