New Update
/anm-bengali/media/post_banners/1irV0ShhtdQ61K0DAbtw.jpg)
নিজস্ব প্রতিনিধি- দীর্ঘদিনের প্রেমিকা শিবানী দান্ডেকার এর সঙ্গে নতুন জীবন শুরু করেছেন ফারহান আখতার। গতকাল খান্ডালায় জাভেদ আখতার
এবং শাবানা আজমির ফার্ম হাউসে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। করোনা বিধিনিষেধের জন্য বিয়েতে আমন্ত্রিত অতিথির সংখ্যা স্বল্প ছিল। শোনা যাচ্ছে তারকা জুটির রিসেপশন বেশ বড়সড় ভাবেই আয়োজিত হতে চলেছে। চলতি মাসের শেষের দিকেই রিসেপশন হবে বলে শোনা যাচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us