New Update
/anm-bengali/media/post_banners/NgEpW6jtakMbzN1HRl5M.jpg)
রাহুল পাসোয়ান-ই সি এলের প্রাক্তন কর্মীর বাড়ির তালা ভেঙে সর্বস্ব চুরি।নিঘা কোলিয়ারির ই সি এলের আবাসনের প্রাক্তন কর্মী চঞ্চল মুখার্জী গত ১৮ তারিখ বিয়ে বাড়ি গিয়েছিলেন, আজ ফেরার কথা তার আগে প্রতিবেশির কাছে খবর পান তার বাড়ির দরজা খোলা রয়েছে।
​
চঞ্চল বাবু বাড়ি এসে দেখে বাড়ির দরজার তালা ভাঙা রয়েছে ভেতরে ঢুকে দেখেন বাড়ির সর্বস্ব চুরি হয়ে গেছে।ঘটনার খবর জামুড়িয়া থানার শ্রী পুর ফাঁড়ির পুলিশ কে দেওয়া হয়।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us