ভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচারে রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচারে রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো



দ্বিগবিজয় মাহালীঃ রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তীর সমর্থনে নির্বাচনী প্রচার সারেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো।এদিন তিনি প্রার্থী ও দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ৬ নং ওয়ার্ডের একটি মন্দিরে পুজো দিয়ে ওয়ার্ডে মিছিল করেন,পরে বাড়ি বাড়িও প্রচার করেন।তৃণমূল প্রার্থীর প্রচারে গিয়ে রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো বলেন, "আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন প্রার্থীকে,ভোটে জেতার পর সে যদি আপনাদের দুয়ারে দুয়ারে না আসে আমি কোনদিনও ভোট চাইতে আসবো না।” এমনকি ওয়ার্ডের উন্নয়নের ক্ষেত্রে ভুরি ভুরি প্রতিশ্রুতিও দেন মন্ত্রী।