ফারুখাবাদে ইভিএম-থেকে উধাও সাইকেল চিহ্ন!

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ফারুখাবাদে ইভিএম-থেকে উধাও সাইকেল চিহ্ন!

নিজস্ব সংবাদদাতা : বেলা যত বাড়ছে একের পর এক অভিযোগ উঠছে সমাজবাদী পার্টির তরফে। দলের তরফে ট্যুইটারে উল্লেখ করা হয়েছে বিষয়গুলি। ফারুখাবাদ জেলার বিধানসভা এলাকার ১৯৪ নম্বর বুথে সমাজবাদী পার্টির সাইকেল চিহ্ন ইভিএম-এ নেই বলে অভিযোগ উঠেছে। সেই সঙ্গে, মইনপুরীর ১১০ নম্বর কারহাল বিধানসভা এলাকার বুথ নম্বর ৮২-তে ধীর গতিতে ভোট হচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয় ভোটারদের প্রভাবিত করার অভিযোগও উঠছে। আউরাইয়া জেলার রাসুলাবাদ ২০৫ বিধানসভায় বুথ নম্বর ৩৮৬-৩৮৭-এ বিজেপির বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ সমাজবাদী পার্টির। কমিশন ও জেলা প্রশাসনের কাছে দলের তরফে বিষয়টি দেখার জন্য আবেদন জানানো হয়েছে।