​নিজস্ব সংবাদদাতাঃ করোনার প্রকোপে বাজারে কমছে শাড়ির চাহিদা। ফলে বিষাদের ছায়া নেমে এসেছে তাঁতিদের মুখে। তাঁতিদের দাবি তাঁদের জিএসটি দিয়ে সুতো কিনতে হচ্ছে। এদিকে তাঁদের জিএসটি রেজিস্ট্রেশন নেই তাই পাইকারি বিক্রি করার সময় তাঁর জিএসটি পান না। এতে ক্ষতির মুখে পড়েছেন তাঁরা।