যাদের চশমা হলুদ, তারা হলুদ দেখেন! অখিলেশকে কটাক্ষ শাহর

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
যাদের চশমা হলুদ, তারা হলুদ দেখেন! অখিলেশকে কটাক্ষ শাহর

নিজস্ব সংবাদদাতা : তৃতীয় পর্বের নির্বাচনের আগে রায়বরেলিতে বিজেপির হয়ে নির্বাচনী প্রচার সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্বাচনী প্রচার থেকে তিনি নিশানা করেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদবকে। শাহ বলেন, "উত্তরপ্রদেশে আর কোনো বাহুবলী নেই... রাজ্যে শুধু বজরঙ্গবলী আছে"। তিনি বিরোধী দলগুলিকে (এসপি, বিএসপি এবং কংগ্রেস) "গরিবের নামে ভোট নেওয়ার" অভিযোগও করেন এবং বলেন যে নরেন্দ্র মোদি ছাড়া অন্য কোনও প্রধানমন্ত্রী দরিদ্রদের জন্য ভাল করেননি। তিনি দাবি করেন, অখিলেশ যাদব তাঁকে রাজ্যের আইন -শৃঙ্খলার বিষয়ে জিজ্ঞেস করেছিলেন। আর সেই ইস্যুতেই শাহ বলেন, ''যাদের চশমা হলুদ, তারা হলুদ দেখেন। আমি আপনাকে বলি যে ইউপিতে বিজেপি সরকার আসার পর ৭২ শতাংশ ডাকাতি কমেছে, ছিনতাইয়ে ৬২ শতাংশ, খুনে ৩১ শতাংশ, অপহরণে ২৯ শতাংশ, ধর্ষণে ৫০ শতাংশ। বিজেপির অফিসিয়াল টুইটার হ্যান্ডেল তাকে উদ্ধৃত করে বলেছে''। বান্দা জেলার তিন্দওয়ারি বিধানসভা এলাকায় অন্য আরেকটি সভা থেকে সমাজবাদী পার্টিকে কটাক্ষ করে তিনি বলেন, "যদি কোন সুযোগে সাইকেল সরকার (সমাজবাদী পার্টির প্রতীক) ক্ষমতায় আসে, উত্তরপ্রদেশ সারা দেশে সন্ত্রাসবাদ সরবরাহ করবে। অখিলেশ সরকারের অধীনে২০০০ কৃষক দুর্ভিক্ষের সময় ক্ষুধার্ত মারা গিয়েছিল।"