/anm-bengali/media/post_banners/ubtdbw5nvzpPaYSVAD8z.jpg)
দ্বিগবিজয় মাহালীঃ তৃণমূল ও বিজেপির পতাকা বাঁধাকে কেন্দ্র করে মারপিট হয় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে। বিজেপির অভিযোগ,শুক্রবার রাত দশটা নাগাদ ঘাটাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মীরা যখন প্রচার সেরে বাড়ি ফিরছিল তখন তৃণমূল কর্মীরা তাদের ওপর চড়াও হয়ে মারধর করে,এই ঘটনায় ২ জন বিজেপি কর্মী আহত হয়ে ঘাটাল হাসপাতালে ভর্তি হয়। উল্টে তৃণমূলের অভিযোগ, ওই ওয়ার্ডে রাতের বেলা যখন তৃণমূলের কর্মীরা দলীয় পতাকা লাগানোর কাজ করছিল তখন বিজেপি কর্মীরা তৃণমূলের এক কর্মীকে প্রচুর পরিমাণে মারধর করে ওই কর্মী বর্তমানে ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন।এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ঘাটাল থানায় এমনই দাবি উভয় পক্ষের।ঘটনায় ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট অভিযোগ করেন, “ঘাটালে তৃণমূলের পায়ের তলায় মাটি নেই,তাই তারা ভোটে অশান্তি সন্ত্রাস তৈরির চেষ্টা করছে।ঘাটালের মানুষ বিজেপির সাথেই আছে এর জবাব তারা দেবে।” পাল্টা ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাজি বলেন, “আমাদের এক কর্মীকে অশালীন কটাক্ষ করে উত্ত্যক্ত করে এবং তাকে ফেলে মারধর করে।বিজেপি সারা রাজ্য ও দেশে মিথ্যাচার করে বেড়াচ্ছে,ওদের দলটাই মিথ্যাচারের দল।” নির্বাচনী প্রচারকে ঘিরে দুপক্ষের মারপিটের ঘটনায় উত্তেজনা রয়েছে ঘাটাল পৌর এলাকায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us