বউকে শান্ত হয়ে পেটাতে পারেন, মহিলা মন্ত্রীর মন্তব্য ঘিরে জোর বিতর্ক

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বউকে শান্ত হয়ে পেটাতে পারেন, মহিলা মন্ত্রীর মন্তব্য ঘিরে জোর বিতর্ক


নিজস্ব সংবাদদাতাঃ বউ পেটাতেই পারেন। কিন্তু মাথা গরম করে নয়, বরং শান্ত হয়ে আস্তে করে! এমনই আজব পরামর্শ দিয়ে বিতর্কের মুখে পড়লেন মালয়েশিয়ার মহিলা মন্ত্রী সিতি জাইলা মহম্মদ ইউসোফ। তাঁর এই পরামর্শকে তুলোধোনা করছেন নেটাগরিকরা। কী করে এমন নারী বিদ্বেষী মন্তব্য করতে পারেন এক জন মন্ত্রী, প্রশ্ন নেট জনতার।