নিজস্ব সংবাদদাতাঃ বউ পেটাতেই পারেন। কিন্তু মাথা গরম করে নয়, বরং শান্ত হয়ে আস্তে করে! এমনই আজব পরামর্শ দিয়ে বিতর্কের মুখে পড়লেন মালয়েশিয়ার মহিলা মন্ত্রী সিতি জাইলা মহম্মদ ইউসোফ। তাঁর এই পরামর্শকে তুলোধোনা করছেন নেটাগরিকরা। কী করে এমন নারী বিদ্বেষী মন্তব্য করতে পারেন এক জন মন্ত্রী, প্রশ্ন নেট জনতার।