/anm-bengali/media/post_banners/LxFH6sH5UCcmulkgu442.jpg)
​নিজস্ব সংবাদদাতাঃ এবার দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডাঃ মনমোহন সিংকে এক হাত নিলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী কেন্দ্রকে এক হাত নিয়ে বলেন, 'কেন্দ্রের অর্থনৈতিক নীতি সম্পর্কে কোনো ধারণা নেই। বিষয়টি শুধু জাতির মধ্যে সীমাবদ্ধ নয়। এই সরকার পররাষ্ট্রনীতিতেও ব্যর্থ হয়েছে। চীন আমাদের সীমান্তে বসে আছে এবং এটিকে দমন করার চেষ্টা করা হচ্ছে। রাজনীতিবিদদের আলিঙ্গন করে, বা দাওয়াত ছাড়া বিরিয়ানি খেতে গিয়ে সম্পর্কের উন্নতি হয় না। তাদের (বিজেপি সরকারের) জাতীয়তাবাদ ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতির উপর ভিত্তি করে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা হচ্ছে।" তাঁর এহেন মন্তব্যের কড়া নিন্দা করে তথাগত রায় বলেন, 'ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী নব্বই ছুঁই-ছুঁই মনমোহন সিং স্পষ্টতই সোনিয়ার চাপে যে সব কথা বলতে বাধ্য হয়েছেন তা কি তাঁর মানমর্যাদা বা শিক্ষাদীক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ?
এ তো প্রায় আমাদের মাননীয়ার কাছাকাছি পৌঁছে গেলেন !'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us