116 B জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
116 B জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা

​নিজস্ব সংবাদদাতাঃ সাতসকালে ঘন কুয়াশার কারণে, 116 B জাতীয় সড়কে ঘটলো ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে মারিশদা থানার অন্তর্গত বেতালিয়া স্ট্যান্ডের কাছে। জানা গিয়েছে হাওড়া থেকে কাঁথি আগত একটি সুজুকি আর্টিকা গাড়ি, কাঁথির দিকে যাওয়ার সময়_ একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এর ফলে গাড়ির ড্রাইভার সহ গাড়িতে থাকা তিন যুবক আহত হয়। গুরুতর আহত এক যুবক ও বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়, দারুয়া মহকুমা হাসপাতালে। 




স্থানীয়রা খবর দিলে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় মারিশদা থানার পুলিশ। আর্টিকা গাড়ির ড্রাইভার জানিয়েছে- অপর দিক থেকে আসা লরি রাস্তার উল্টো দিকে এসে গাড়িটিকে ধাক্কা মারে। এর পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক গাড়িটি‌। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে পাথর বোঝাই লরি, যার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। পুলিশ প্রশাসনকে বারবার জানিয়েও এর কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। মারিশদা থানার পুলিশের চেষ্টায় ও স্থানীয়দের সহযোগিতায় গাড়িটিকে রাস্তার উপর থেকে সরিয়ে, যানজট নিয়ন্ত্রণে আনা হয়।