New Update
/anm-bengali/media/post_banners/7IsVxfZ0AHQgs4TGRss2.jpg)
দিগ্বিজয় মাহালী, সবং: সবং ব্লকের পঞ্চায়েত সমিতির উদ্যোগে ঐতিহাসিক হুল দিবস উদযাপন করা হয় চাঁদকুড়ি ইউনিয়ন হাই স্কুলে। হুল দিবস অনুষ্ঠানটি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন রাজ্যের জল সম্পদ দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভূইয়া। এদিন উপস্থিত ছিলেন খড়্গপুর মহকুমা শাসক আজমল হোসেন, প্রাক্তন বিধায়ক গীতা ভূঁইয়া সবং ডেভলপমেন্ট অফিসার তুহিন শুভ্র মহান্তি, এসডিপিও ডেবরা, সিআই ডেবরা,পঞ্চায়েত সমিতির সভাপতি কর্মাধক্ষ্য গন। বহু আদিবাসী বিশিষ্ট ব্যক্তিগণ এবং ভাই-বোনেরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।
আরও খবরঃ
https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=7063​
For more details visit anmnewsenglish.in
Follow us at https://www.facebook.com/anmnewsEnglish
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us