কয়লাখনির এজেন্ট ও ম্যানেজার কে ঘিরে বিক্ষোভ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কয়লাখনির এজেন্ট ও ম্যানেজার কে ঘিরে বিক্ষোভ

রাহুল পাসোয়ান-আসানসোল পৌরনিগমের ৭৪ নম্বর ওয়ার্ডের মিঠানি গ্রামের মুচিকুলি ও বাউরিপাড়া এলাকায় ইসিএলের মিঠানি কয়লাক্ষনির কয়লা উত্তোলন করার জন্য ব্লাস্টিং এর জেরে এলাকার বেশকয়েকটি বাড়িতে ফাটল বলে অভিযোগ এলাকাবাসীদের।

বারংবার ইসিএল কতৃপক্ষ কে জানিয়ে কোনো সুরহা না মেলায় এলাকার পুরুষ ও মহিলারা একত্রিত হয়ে মিঠানি কয়লাক্ষনির এজেন্ট ও ম্যানেজার কে ঘিরে বিক্ষোভ করে।এলাকাবাসীদের দাবি অবিলম্বে এই ব্লাস্টিং বন্ধ করতে হবে।এই বিষয়ে মিঠানিকয়লা ক্ষনির এজেন্ট পিকেরায় বলেন যে কয়লা উত্তোলন করার জন্য যে নিয়মমতো ব্লাস্টিং দেওয়া হয় সেটাই দেওয়া হয় তাতে এইরকম হওয়া উচিত নয় !তাও যখন গ্রামের মানুষের অভিযোগ তাই ঐ এলাকাগুলোতে ইসিএলের টিম পরিদর্শনে যাবে বলে জানান।