/anm-bengali/media/post_banners/VosS7yrle4HGFCYiShFE.jpg)
হরি ঘোষ -গতকাল ই সি এল এর সাতগ্রাম এরিয়ার অন্তর্গত জে কে নগর কোলিয়ারি প্রজেক্টে এক দুর্ঘটনাটি ঘটে।সেখানে প্রাণ হারায় এক ইসিএল শ্রমিক এবং গুরুতর আহত হয় একজন। আহত শ্রমিক কে ই সি এল এর কালনা হসপিটালে ভর্তি করানো হয়েছে।মৃত শ্রমিকের নাম ডাবলু হান্ডি।জামুড়িয়ার মডার্ন সাত গ্রাম এলাকার বাসিন্দা। ঘটনার কথা জানাজানি হতেই শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।ইসিএল সূত্রে খবর, গতকাল বিকেল চারটের সিফটে ডাবলু হান্ডি কাজ করতে নামেন। রাত্রি আটটা নাগাদ কয়লার চাল পড়ে যায় শ্রমিকদের উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় ডাবলু হান্ডির। হাই দাস নামক আরেকজন শ্রমিক গুরুতর আহত হন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিমচা ফাঁড়ির পুলিশ। সেখানে উপস্থিত থাকেন জেকে নগর কোলিয়ারির এইচ এম এস নেতা চুমুক তেওয়ারি, সিআইটিইউ নেতা দেবীদাস ব্যানার্জি, কে কে এস সি নেতা সুজিত মুখার্জি, সুখময় পান্ডে। ঘটনার কারণ সঠিক অনুসন্ধান সহ মৃত শ্রমিকের পরিবারে চাকরি, ক্ষতিপূরণসহ একাধিক দাবিতে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us