New Update
/anm-bengali/media/post_banners/W79i0e9952uE9jOOUsGp.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এ যেন ইন্দ্রপতনের মিছিল চলছে। সংগীত জগত থেকে শুরু করে খেলার জগত, না ফেরার দেশে চলে যাচ্ছেন প্রত্যেকেই। প্রথমে সুভাষ ভৌমিক এবারে সুরজিৎ সেনগুপ্ত। সুরজিৎ সেনগুপ্তের মৃত্যুতে বিদেশ বসু বলেন, “এত বছর ধরে আমরা একসঙ্গে খেলেছি। ভাবতেই পারছি না এই খবরটা। বিশ্বাসই হচ্ছে না। আমি এই অনুভূতি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারব না। মানুষ হিসেবে অসামান্য ছিল সুরজিৎ। গত কয়েকদিনে কতগুলো মানুষকে আমরা হারিয়ে ফেললাম। লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপ্পি লাহিড়ি। তারও আগে আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন সুভাষ ভৌমিক। আর এখন সুরজিতও চলে গেল। কী ভাবে এটা মেনে নেব? এতদিন এত স্মৃতি জড়িয়ে রয়েছে আমাদের। বৌদির সঙ্গেও কত ভাল সম্পর্ক ছিল।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us