New Update
/anm-bengali/media/post_banners/hy8PzufZt2dNFtkxAZ6h.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ একাধিকবার বারণ সত্ত্বেও কান দেননি কোনও চালক। এক একটা অটোতে ১১-১২ জন করে যাত্রী তুলতেন চালকরা। এই সংখ্যক যাত্রী নিয়েই ঝড়ের গতিতে চলত গাড়ি। সঙ্গে আবার রাস্তার বেহাল দশা। বিপদকে একেবারে সঙ্গী করেই অটোয় উঠতেন যাত্রীরা। তেমনই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদের জঙ্গিপুর। ১১ জন যাত্রী নিয়ে উল্টে গেল একটি অটো। মৃত্যু হয়েছে ২ জনের। বাকি চার-পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতির ৩৪ নম্বর জাতীয় সড়কে। পুলিশ মৃতদের পরিচয় জানার চেষ্টা করছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us