New Update
/anm-bengali/media/post_banners/iupuuButAhTUhQiCSGdC.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ হিজাব ইস্যুতে এবার মন্তব্য করলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। তিনি টুইট করে বলেন, "ঘোমটায়,শিখদের পাগড়িতে অনুমতি থাকলে হিজাবে আপত্তি কেন”,নির্বোধ প্রশ্ন আইনজীবীর। উত্তর, কারণ ঘোমটা, পাগড়ি ইত্যাদি ধারীরা দেশভাগ চায় নি, তাদের দেশ থেকে কারোকে তাড়ায়ও নি। অতএব দুদলের অধিকার সমান হতে পারে না। এই মৌলিক প্রশ্নটা নিয়ে এবার বিতর্কের সময় এসেছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us