New Update
/anm-bengali/media/post_banners/QVIz6cYnblYMAeMj7ExL.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আবারও খুলল দিল্লী বিশ্ববিদ্যালয়ের দরজা। খুশির হাওয়া পড়ুয়া মহলে। জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে দিল্লী বিশ্ববিদ্যালয় সমস্ত স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের জন্য পুনরায় চালু হচ্ছে। এক পড়ুয়া জানান, "ফিরে এসে বন্ধুদের সঙ্গে দেখা করতে পেরে আমি রোমাঞ্চিত। অনলাইনে পড়াশোনা একঘেয়েমি ছিল।" অন্য আরেক পড়ুয়া জানান, "ইউনিভার্সিটিতে এসে ক্লাস করার একটা মজাই আলাদা। এই মজা অনলাইন ক্লাসে পাওয়া যায় না।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us