দু'বছর পর আবার প্রাণবন্ত হয়ে উঠল বিদ্যালয় প্রাঙ্গণ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দু'বছর পর আবার প্রাণবন্ত হয়ে উঠল বিদ্যালয় প্রাঙ্গণ

দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ প্রায় দু'বছর পর স্কুলে পা রাখল প্রাথমিক স্কুলের পড়ুয়ারা। যেন বন্দিদশা থেকে মুক্ত হয়ে ডানা মেলল আকাশে। মুখরিত হয়ে উঠল স্কুল প্রাঙ্গণ। দীর্ঘ প্রতীক্ষার পর স্কুল খোলায় পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় সাজিয়ে তোলা হয়েছিল এদিন। পড়ুয়াদের স্বাগত জানাতে ছিল নানা আয়োজন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় স্কুল প্রাঙ্গণে মেতে উঠল পড়ুয়ারা। মেদিনীপুর সদর ব্লকের নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয় এই দু'বছরে নানান ভাবে সাজিয়ে তোলা হয়েছে। কিন্তু যাদের জন্য আয়োজন সেই পড়ুয়াদের অনুপস্থিতির অনুভব ব্যথিত করে তুলেছিল শিক্ষক মহাশয়দের। বুধবার স্কুল খুলতেই পড়ুয়াদের উপস্থিতি মুখে হাসি ফুটিয়েছে শিক্ষকদের। গড়বেতার রেউদি প্রাথমিক বিদ্যালয়ও সাজিয়ে গুছিয়ে নতুন করে শুরু হলো পঠন পাঠন। পড়ুয়াদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। হাজির হয়েছিলেন আমলাগোড়া চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অর্ণব চৌধুরী সহ শিক্ষাবন্ধুরা। কচি কাঁচাদের সাথে মেঝেতে বসেই মিড-ডে-মিলের আহার সারলেন অর্ণব বাবু। নিলেন ক্লাসও। বহু দিন পর স্কুল খোলায় চোখে মুখে ছিল আনন্দের ছাপ। গৃহবন্দি জীবন থেকে মুক্ত বিহঙ্গে হারিয়ে যাওয়ার আনন্দে সর্বত্র ভাগ বসালেন শিক্ষকরাও।