New Update
/anm-bengali/media/post_banners/SzFktG69rwZfBLLNe4oN.jpg)
নিজস্ব প্রতিনিধি-গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির কথিত দত্তক পুত্র বাবু রাওজি শাহ, এক সাক্ষাৎকারে আলিয়া ভাটের যে ছবিতে তিনি গাঙ্গুবাই চরিত্রে অভিনয় করছেন তার প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, "আমার মাকে পতিতা পরিণত করা হয়েছে। লোকেরা আমার মাকে নিয়ে ব্যাখ্যাতীত কথা বলছে।" গাঙ্গুবাইয়ের পরিবারের আইনজীবী বলেন, "একজন সামাজিক কর্মীকে একজন পতিতা হিসেবে উপস্থাপন করছে..তারা তাকে লেডি ডন বানিয়েছে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us