New Update
/anm-bengali/media/post_banners/oJg8BT1qTLnZqgxwUzlY.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আবহে এবার জেড ক্যাটেগরির নিরাপত্তা পেলেন উত্তরপ্রদেশের কারহাল আসনের বিজেপি প্রার্থী এসপি সিং বাঘেল। মঙ্গলবার সন্ধ্যায় উত্তর প্রদেশের মণিপুরী জেলার আত্তিকুলাপুর গ্রামের কাছে প্রবীণ বিজেপি নেতার কনভয়ে পাথর ও লাঠি দিয়ে আক্রমণ করা হয়। এরপরেই কেন্দ্রের তরফ থেকে তাঁকে জেড ক্যাটেগরির নিরাপত্তা প্রদান করা হল। বিজেপির অভিযোগ, এই ঘটনার পিছনে সমাজবাদী পার্টির 'গুন্ডা'দের হাত রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিক জানিয়েছেন, বাঘেলকে এর আগে 'ওয়াই+' সশস্ত্র কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us