New Update
/anm-bengali/media/post_banners/jifsLP2JjkWBSBu2XsRk.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থান রয়্যালস যযুবেন্দ্র চাহালকে বড় দাম দিয়ে নিজেদের দলে করে নিয়েছে। কিন্তু তাঁকে দলে নেওয়ার কারণ জানালেন রাজস্থানের সিইও জেক লাস। এই মুহূর্তে ভারতের বড় বড় ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে একটি হলো রাজস্থান রয়্যালস। যযুবেন্দ্রকে রাজস্থান নিজেদের দলে নেওয়ার কারণ হিসাবে বলতে গিয়ে জেক বলেন, “আসলে আমরা আমাদের দলে একটু পরিবর্তন আনতে চাইছি। কারণ তিনটে বছর আমাদের ভালো কাটেনি। আমরা আমাদের ভক্তদের জন্য শীর্ষ দুই দলের মধ্যে একটা হতে চাই এবং আমরা চ্যাম্পিয়নশিপের জন্য নিজেদের মানসিক ভাবে প্রস্তুত করতে চলেছি।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us