New Update
/anm-bengali/media/post_banners/X44ZSS7GtP84TiHGvNgV.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকের হিজাব বিতর্কের আঁচ এবার পৌঁছাল আগ্রার তাজমহল চত্বরে। বুধবার একদল হিন্দুত্ববাদী স্কুল-কলেজে হিজাব-সহ ধর্মীয় পোশাক পরার বিরুদ্ধে বিক্ষোভ দেখালো তাজমহলের পার্কিং জোনে। ঘটনায় প্রবল চাঞ্চল্য তৈরি হয় এদিন। পুলিশের বাধা পেরিয়ে বিক্ষোভকারীরা তাজমহলের ভেতরে ঢোকারও চেষ্টা করে। তাদের আবদার, সমাধি সৌধের ভেতরে ঢুকে হনুমান চালিশা পাঠ করবে তারা, যদিও নিরাপত্তরক্ষীদের তৎপরতায় সেই ইচ্ছে পূরণ হয়নি হিন্দুত্ববাদী বিক্ষোভকারীদের।শেষ পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকের হাতে স্মারকলিপি জমা দেয় হিন্দুত্ববাদীরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us