নিজস্ব সংবাদদাতাঃ ক্রমেই বাড়ছে রাশিয়ার ইউক্রেন আক্রমণের আশঙ্কা। ইতিমধ্যে ইউক্রেনবাসী আমেরিকানদের দেশ ছাড়তে বলেছে বাইডেন প্রশাসন। এ বার ইউক্রেনে থাকা ভারতীয়দের জন্য নোটিস জারি করল সে দেশের ভারতীয় দূতাবাস। উদ্ভুত পরিস্থিতি পর্যালোচনা করে যে পড়ুয়াদের ইউক্রেনে থাকা তেমন জরুরি নয়, তাঁদের দেশে ফিরে যেতে বলা হয়েছে। পাশাপাশি ইউক্রেনে বসবাসকারী ভারতীয়দের জন্যও সতর্কতা জারি হয়েছে।