নিজস্ব সংবাদদাতা : সমস্ত সমীক্ষার রিপোর্ট নাকি বলছে, পাঞ্জাবে এবার আপই জিতছে। এমনটাই দাবি অরবিন্দ কেজরিওয়ালের। ধুরিতে দলের 'টাউনহল' অনুষ্ঠানে আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বলেন, "সমস্ত সমীক্ষায় দেখা যাচ্ছে পাঞ্জাব নির্বাচনে আপ জিতছে...ভোটে ক্ষমতায় আসার পর দুর্নীতির অবসানের জন্য পদক্ষেপ নেওয়া হবে। আমরা APMC ব্যবস্থা শেষ করব না।"