এনামূলকে চিনতেনই না দাবি দেবের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
এনামূলকে চিনতেনই না  দাবি দেবের

নিজস্ব সংবাদদাতাঃ গরু পাচার মামলার  তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার নিজাম প্যালেসে সিবিআই  দফতরে ডেকে পাঠানো হয়েছিল তৃণমূল সাংসদ  দেবকে। টানা সাড়ে চার ঘণ্টা ধরে সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদ করা হয় দেবকে। বিকেল প্রায় চারটে নাগাদ নিজাম প্যালেস থেকে বেরোন তিনি। সেখান থেকে বেরিয়ে সাংসদ জানিয়েছেন, এনামূল হককে তিনি চিনতেন না। তাঁর দাবি, গরু পাচার কাণ্ডে অভিযুক্তের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। এমনকী এনামূল হকের কাছ থেকে টাকা বা অন্যান্য কোনও উপহার নেওয়ার কথা সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল সাংসদ।