New Update
/anm-bengali/media/post_banners/FNkCMn53vv5gYKKVie73.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ প্রথম থেকেই স্বপ্ন দীপক চাহার ধোনির দলের হয়ে খেলার। এবারের আইপিএল-এ তিনি সিএসকে-র হয়ে খেলবেন। চেন্নাইয়ের কাছে ১৩কোটি টাকা পাওয়ার পর দীপক বলেন, “আমি চেন্নাইয়ের হয়েই খেলতে চেয়েছিলাম। নিজেকে হলুদ জার্সি ছাড়া অন্য কোনও জার্সিতে দেখতে চাইনি। সেই কারণে আমার দর যখন ১৩ কোটি উঠে যায়, তখন চেয়েছিলাম আর যেন আমার জন্য দর হাঁকা না হয়। তা হলে দলের হাতে টাকা থাকবে। ভাল দল তৈরি করা যাবে তা হলে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us