দিগবিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুরঃ এবার 16 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের ঘনিষ্ঠ সাংসদ প্রতিনিধি অভিষেক আগারওয়ালের পোস্টারে তৃণমূল প্রার্থীর স্টিকার চিটিয়ে দেওয়াকে কেন্দ্র করে সকালে এলাকাতে উত্তেজনা ছড়ালো । কদিন আগেই এই ওয়ার্ডে অভিষেক আগারওয়ালের বেশ কয়েকটি ব্যানার পোস্টার ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল প্রার্থী রমেশ আগরওয়াল এর বিরুদ্ধে । এবার তার পোস্টারে তৃণমূলের প্রার্থীর প্রচারের স্টিকার সটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । যদিও বিজেপির তরফ থেকে দেওয়া সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে কয়েকজন যুবক অভিষেক আগারওয়ালের পোস্টারে তৃণমূল প্রার্থীর স্টিকার চিটিয়ে চলে যাচ্ছে । বিজেপি প্রার্থী অভিষেক আগারওয়াল দাবি করছেন এই স্টিকার তৃণমূল কর্মী সমর্থকদের কাছেই আছে গণতন্ত্রের গলা টিপে দিয়ে জোর করে শাসক দলের লোকেরা যাতে বিজেপি কর্মীরা প্রচার না করতে পারে তার জন্য এসব কাজ করে যাচ্ছে। এলাকার সমস্ত মানুষকে ঘুরে ঘুরে তৃণমূলের এই চরিত্রের কথা তুলে ধরবো আমরা । পুলিশ এবং নির্বাচন কমিশন নিরব আমরা আমাদের রাজ্য নেতৃত্বেকে সব কথা জানিয়েছি । এইদিকে তৃণমূল প্রার্থী রমেশ আগারওয়াল দাবি মিথ্যে অভিযোগ আনছেন বিজেপির ওই প্রার্থী তৃণমূল কংগ্রেসকে বদনাম করার জন্য এবং নিজেদেরকে প্রচারের আলো আনতেই বিজেপি এই কাজ নিজেরাই করে বেড়াচ্ছে আমরা কখনো এই ধরনের কাজ করি না ।