New Update
/anm-bengali/media/post_banners/RnZyXZJU6WXjVtYVj3m4.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ম্যানচেস্টার সিটির ফুটবলার ক্যান্সেলোর বাড়িতে ডিসেম্বর মাসে আততায়ী হামলা হয়। যে হামলাকে তিনি ‘ভয়াবহ' বলে বর্ণনা করেন। ডিসেম্বর মাসে চারটি অনুপ্রবেশকারী দল তাদের পরিবারের উপর হামলা চালায়। ক্যান্সেলো বলেন, “এটি মারাত্মক ভয়াবহ অভিজ্ঞতা ছিল। এই ঘটনা আমার পরিবারকে ভয় পাইয়ে দেয়। আমি এই সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিলেও, আমার পরিবার এগুলির সঙ্গে একদমই অভ্যস্ত নয়।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us