নিজস্ব সংবাদদাতাঃ গ্রুপ ডি মামলায় ফের সিবিআই অনুসন্ধানের নির্দেশ। অনুসন্ধানে ডিভিশন বেঞ্চ নিযুক্ত কমিটিকে খারিজ করল আদালত। ‘আদালতকে অসম্মান করছে আদালত নিযুক্ত কমিটি, আদালতের নির্দেশের পরেও কেন রিপোর্ট পেশ করা হল না? রিপোর্ট পেশের ক্ষেত্রে বাধা কী? কোনও কার্যকরী পদক্ষেপ কমিটি করেছে বলে মনে করছে না আদালত’, এমনটাই জানান হয়েছে এদিন।