New Update
/anm-bengali/media/post_banners/bh2CCING7IbJf2iC0ePk.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ২০১৯ সালে শেষবারের মতো দুরন্ত ছন্দে দেখা গিয়েছিল বিরাট কোহলি-কে। তাঁর সেই দুরন্ত ছন্দের সাক্ষী ছিল ইডেন। তারপর থেকে তেমন একটা রান আর তাঁর ব্যাটে নেই। তবে আগত ইডেনের বুকের টি-২০ সিরিজের জন্য তাঁকে প্রস্তুতি নিতে দেখা গেল এদিন। নিজে থেকেই এদিন তিনি দুটো ব্যাট নিয়ে নেটে চলে গেলেন প্রস্তুতি নিতে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us