নিজস্ব সংবাদদাতাঃ দীর্ঘদিন স্কুলে যেতে পারেনি পড়ুয়ারা। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় স্কুল খোলা হলেও ছোটরা যেতে পারেনি। অষ্টম শ্রেনি থেকে অফলাইন ক্লাস শুরু হয়। অবশেষে খুলে যাচ্ছে ছোটদের স্কুল। এতদিন ধরে বন্ধ থাকা ক্লাসরুমগুলি কী অবস্থায় রয়েছে, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হল কলকাতা পুরসভার তরফে। সূত্রের খবর, স্কুল বিভাগের চিফ ম্যানেজারকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। অবিলম্বে রিপোর্ট দিতে হবে পুরনিগমে। খোদ মেয়র ফিরহাদ হাকিম নিজে সেই রিপোর্ট চেয়েছেন।