নিজস্ব সংবাদদাতাঃ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সোমবার এবিজি শিপইয়ার্ড মামলায় সরকারি বিবৃতি দিয়েছেন। তিনি বলেন যে এবিজির অ্যাকাউন্ট গত সংযুক্ত প্রগতিশীল জোট (UPA) সরকারের কার্যকালে এনপিএ (NPA) হয়েছিল। নির্মলা বলেন যে, ব্যাঙ্কগুলি গড়পড়তা অনেক কম সময়ে এই প্রতারণা ধরেছে আর এই বিষয়ে এখন ব্যবস্থা নেওয়া হচ্ছে।