সুজিতের নিশানায় সব্যসাচী

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সুজিতের নিশানায় সব্যসাচী

নিজস্ব সংবাদদাতাঃ  বিধাননগরের বিধায়ক সুজিত বসুর সঙ্গে সব্যসাচী দত্তর সম্পর্কের ‘রসায়ন’ কম বেশি সকলেই জানেন। নিন্দুকেরা বলেন, সুজিত-সব্যসাচীর ‘দ্বৈরথ’ বিধাননগরের পুরনো রাজনীতির অঙ্গ। সব্যসাচী তৃণমূলে ফিরলেও বিধাননগরের বিধায়কের কোনও কর্মসূচিতে দেখা যায়নি তাঁকে। প্রচার থেকে নির্বাচনী বৈঠক, যেখানেই  সুজিত, অদ্ভূতভাবে সেখানে অনুপস্থিত সব্যসাচী। সেই সব্যসাচী পুরভোটে ৩১ নম্বর ওয়ার্ড থেকে জয় পেয়েছেন। জিতেই ছুটে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।  জোর জল্পনা, মেয়র পদে আবারও বসতে পারেন তিনি।কিন্তু সব্যসাচীর জয় নিয়ে কী বলছেন সুজিত? সুজিত বসুর মতে, তৃণমূলের প্রতীকটাই শেষ কথা। বিধানসভা নিবার্চন তৃণমূলের প্রতীক ছাড়া দাঁড়িয়ে কী ফল হয়েছিল, সবাই দেখেছে। এবার তৃণমূলের প্রতীকে দাঁড়িয়ে জয়ী হয়েছে।