নিজস্ব সংবাদদাতাঃ বিধাননগরের প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তী জিতলেন এ বারও। জিতে সব্যসাচী দত্তের মতো তিনিও গেলেন দলনেত্রীর কালীঘাটের বাড়িতে। সেখান থেকে বেরিয়ে বলেন, ‘‘আজ মানুষকে ধন্যবাদ জানানোর দিন। মানুষ যাকে জেতায়, সেই শেষ কথা বলে।’’ সব্যসাচীর পর কৃষ্ণা, মমতা বন্দ্যোপাধ্যায়-এর বাড়ি যাওয়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে নয়া জল্পনা। তবে কি এবারেও মেয়র-এর আসনে বসতে চলেছেন কৃষ্ণা? উত্তর কেবল সময়ের অপেক্ষা।